ad

Tuesday, 15 December 2020

Abar Jonmo Nebo ( Ishan Mitra )


CAPO ON 2ND


[Intro] 

C
কষ্ট পাবে জানি
Am
মেনে নিতে পারছিনা
G
এই ঠোঁটের অভিমান,
C
কান্না পাবে জানি
Am
চলে যাওয়ার ফলক
G
বলবে দূরত্বের বয়ান। (X2)

[Chorus]
F                  Em
শোনো আমি আবার জন্ম নেব
Dm
হব সবার শেষে বাড়ি ফেরা
G         C
তোমার জাতিস্বর,
F                 Em
শোনো আমি আবার জন্ম নেব
Dm
এই মুখের আদল বদলে গেলেও
G         C
চিনবে গলার স্বর।
C          Dm         C G Em
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
Dm                 G   Em
তুমি আমায় তখন দুঃখ হতে দাও,
  F            Dm      Em
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
   F           G       C
তুমি আমার কেন দুঃখ হতে চাও?

[Verse]
Am       Fm
ডুবে যাওয়া নৌকা  সব
F
তুলবে না পাল অসম্ভব,
G        Em
স্মৃতি ভীষণ বয়স্ক।
Am
তুমি না হয় স্পষ্ট হও
F
গল্প হয়েও কষ্ট হও,
G           Em
ভীষণ তোমারি মতো।
Am        Fm
ডুবে যাওয়া নৌকা  সব
F
তুলবে না পাল অসম্ভব,
G        Em
স্মৃতি ভীষণ বয়স্ক।
F                      Em
শোনো আমি আবার জন্ম নেব
   Dm
দেখো নিজের হাতে সাজিয়ে দেব
G         C
তোমার খেলাঘর
F                      Em
শোনো আমি আবার জন্ম নেব
Dm
এই  মুখের  আদল  বদলে  গেলেও
G        C
চিনবে গলার স্বর
C          Dm         C G Em
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
Dm                 G   Em
তুমি আমায় তখন দুঃখ হতে দাও,
  F           Dm      Em
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
   F           G       C
তুমি আমার কেন দুঃখ হতে চাও?

[Outro]
Am          F        C
শোনো আমি আবার জন্ম নেব
Am          F        C
শোনো আমি আবার জন্ম নেব
Am          F        C
শোনো আমি আবার জন্ম নেব
C     G Em
শোনো ..